লোকটা
লোকটা শুধু চেঁচায়
সহজ-সরল কথাগুলো
মিথ্যা দিয়ে প্যাঁচায়।
মিথ্যাটাকে পুঁজি করে
খুশির আটা-সুজি করে
এক নিমেষে দেয় উড়িয়ে
হাজার বিক্রি-বেচায়!
লোকটা শুধু চেঁচায়
এমন লোকের বন্ধু হতে
হৃদয় হতে কে চায়?
যে দেখে সে ক্ষেপে বলে
দাঁতের পাটি চেপে বলে
কায়দা মতো পেলে ওরে
মারমু কঠিন ছেঁচায়!
লোকটা শুধু চেঁচায়
এমন কান্ড-কীর্তি দেখে
হাসে হুতুমপেঁচায়।
শীত
ওরে বাবা কি শীত!
পথে যারা ঘুমায় তারা
কেমনে কাটায় নিশীথ?
ওরে বাবা কি শীত!
হাড় কেঁপে যায়
ঘাড় কেঁপে যায়
তেল জমে যায় শিশিত!
ওরে বাবা কি শীত!
ওরে বাবা কি শীত!
লোকটা শুধু চেঁচায়
সহজ-সরল কথাগুলো
মিথ্যা দিয়ে প্যাঁচায়।
মিথ্যাটাকে পুঁজি করে
খুশির আটা-সুজি করে
এক নিমেষে দেয় উড়িয়ে
হাজার বিক্রি-বেচায়!
লোকটা শুধু চেঁচায়
এমন লোকের বন্ধু হতে
হৃদয় হতে কে চায়?
যে দেখে সে ক্ষেপে বলে
দাঁতের পাটি চেপে বলে
কায়দা মতো পেলে ওরে
মারমু কঠিন ছেঁচায়!
লোকটা শুধু চেঁচায়
এমন কান্ড-কীর্তি দেখে
হাসে হুতুমপেঁচায়।
শীত
ওরে বাবা কি শীত!
পথে যারা ঘুমায় তারা
কেমনে কাটায় নিশীথ?
ওরে বাবা কি শীত!
হাড় কেঁপে যায়
ঘাড় কেঁপে যায়
তেল জমে যায় শিশিত!
ওরে বাবা কি শীত!
ওরে বাবা কি শীত!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন