কেমনে তোমায় মানুষ বলি
মানুষ মরে নাতো যেনো কীটপতঙ্গ মরে
রক্ত ঝরে নাতো যেনো ঝর্ণাধারা ঝরে
আকাশ কালো করে যেনো বৃষ্টিবাদল নামে
কোথায় বৃষ্টি অশ্রæ নামে সাগর হলো জমে।
কেউ কখনো মৃত্যু এমন দেখেছে কি আগে?
এসব দেখে তোমার মনে আঘাত কিছু লাগে?
তোমার হৃদয় কোমল নাকি শুকনো মরুর ধূ ধূ?
তোমারও মন কাঁদে নাকি দেখেই চলে শুধু?
চনমনিয়ে ওঠে নাকি তোমার বুকের বামে?
তবু যদি নাইবা জাগে তোমার মনের কলি
তোমার সে মন সুস্থ আছে কেমন করে বলি?
তবু যদি কন্ঠ তোমার কলম তোমার তবু
মজলুমানের পক্ষে কথা নাইবা বলে কভু
কেমনে তোমায় মানুষ বলি তোমার কাজে-কামে?
জেগে থাকাদের খোঁজে
আমি আছি একলা জেগে সবাই ঘুমিয়ে
চাঁদটা সাথে রয় জেগে তার জোছনা বিলিয়ে।
আরো
কারা জেগে আছে খুঁজতে গিয়ে দেখি
হাসনাহেনা কামিনীরা করছে চখাচখি।
চলতে
চলতে নদীর জলের খোশগল্প চলে
গাছের পাতা ফিসফিসিয়ে গোপন কথা বলে।
তারই
মাঝে বাতাসেরা শনশনা-শনশন
কি জানি কি কানের কাছে শোনায় সারাক্ষণ।
আসমানের
অই মঞ্চে চলে বিরাট আয়োজন
আবছা আলো-আঁধারিতে তারাদের নাচন।
এমনি
করেই মহাবিশ্বে রাতদিনা-দিনদিন
জেগে থাকার কম্পিটিশন চলছে বিরামহীন।
এখন
আমি নইতো একা সঙ্গে ওরা সব
তাদের সাথে চলবে আমার কথার মহোৎসব।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন