অনুসরণকারী

সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

প্রিয় নদি শীতলক্ষ্যা


প্রিয় নদি শীতলক্ষ্যা
জানে আলম

প্রিয় নদি শীতলক্ষ্যা আকুল করা ঢেউ
আমার দুঃখ সে ছাড়া আর
বোঝেনাতো কেউ।
দুঃখ জ্বালায় মনটি যখন হয়ে থাকে ভার
দুঃখ জ্বালা থাকতে ভুলে
কাছে আসি তার।
তারও অনেক দুঃখ আছে নেইতো দুখের শেষ
আমি কাঁদি নদি কাঁদে
কাঁদে বাংলাদেশ।
খুব দাপুটে মানুষগুলো করছে তাকে দূষণ
নষ্ট তাকে করছে তারা
ময়লা করে ভূষণ।
মিষ্টি কি যে টলটলানো পানি ছিলো তার
ডালিম দানার স্বচ্ছতাও
মানতো তাতে হার।
দুই তীরে তার রূপ সুষমা নয়নকাড়া ছিলো
ষোড়শীকে হঠাৎ ওরা
বৃদ্ধা করে দিলো
শীতলক্ষ্যা আজ যেন সে বিধবা এক নারী
দিন ও রাতে করছে কেবল
করুণ আহাজারি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন