অনুসরণকারী

সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

২য় সংখ্যা সম্পাদকীয়



পৃ থিবী  খুব দ্রত বদলে যাচ্ছে । সবকিছুই রূপান্তরশীল। সবকিছুই বদলায় ।তবে সে বদলে যাওয়াটা
    অবশ্যই কল্যাণকর হওয়া চাই। আমাদের উন্নয়ন প্রয়োজন ।উন্নয়ন বলতে শুধু বস্তুগত উন্নয়ন বুঝায় না। একইসাথে আমাদের চিন্তা-চেতনা, আচার-আচরণ, মানবিক মূল্যবোধ, মন-মানস, শিক্ষা-সংস্কৃতি আইন-কানুন, রীতি-নীতি এবং পরিবেশ-প্রকৃতিগত উন্নয়ন অপরিহার্য। অথচ আমরা দেখছি খুব তারাতারি এসব আমাদের ভেতর থেকে হারিয়ে যাচ্ছে। এবং এসবের জন্যে আমরাই পরোক্ষ ও প্রত্যক্ষভাবে দায়ী। অন্যসবকিছু নাহয় অন্য কোন দিন বলা যাবে। আমাদের পরিবেশ ও প্রকৃতিগত পরিবর্তনের বিষয়টি নিয়ে আজ কথা বলা যাক। বাংলাদেশ তথা সারা বিশের আবহাওয়া ও জলবায়ু পাল্টে যাচ্ছে। প্রতিনিয়ত বনভূমি উজার, পাহাড় কেটে এবং নদী দূষণ করে আমরা আমাদের বর্তমান ও ভবিষ্যতকে হুমকির মুখে ঠেলে দিচ্ছি। আমাদের নারায়গঞ্জের প্রিয় শীতলক্ষ্যার কথাই ধরা যাক-এইতো সেদিন তার ডালিমদানা পানিতে আমরা ডুবসাঁতার খেলেছি, তার পানি পান করে তৃষ্ণা মিটিয়েছি, তার বুক বেয়ে আসা নির্মল বাতাশে প্রাণ ভরে শ্বাস নিয়েছি অথচ এখন তার অবস্থা ভাষায় বর্ণনা করার মতো নয়। কলকারখানার বর্জ্য, দখল, ভরাট, দূষণে তার মুমূর্ষ অবস্থা। অতিসত্বর নদীটিকে বাঁচাতে না পারলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পরবে। নদী হত্যা মানে জনপদ হত্যা, নদী হত্যা মানে প্রজন্ম হত্যা। অথচ আমরা সে কথা বুঝতেই পারছি না। আসুন সবাই মিলে নদীটিকে রক্ষা করি। আমাদের অস্তিত্ব রক্ষা করি। আমাদের প্রজন্মকে রক্ষা করি।সিয়ামের মাস চলছে- মুসলিম উম্মাহ সিয়াম সাধনায় বিভোর। সিয়ামের মাধ্যমে অর্জিত তাকওয়া ও শিক্ষা আমরা যেনো সারা বছর ধরে রাখতে পারি এবং আমাদের সামাজিক ও জাতীয় জীবনে কাজে লাগাতে পারি। সিয়াম সাধনা শেষে ঈদের আনন্দ যেনো সবার মাঝে ছড়িয়ে দিতে পারি সেই কামনা করে আজ এখানেই রাখছি।                                               
                                                                                                                   

                                                                                                                                                      সম্পাদক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন