অনুসরণকারী

বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

তোমার সবুজ


    তোমার সবুজ
        আহমেদ খায়ের

একদিন দেখো সবুজ ছায়া মেঘলা আকাশ থাকবে না
ঝর্ণা পাহাড় নদীর কায়া শিল্পী কোন আঁকবে না
আলোর কুসুম আনতে সেদিন দোয়েল পাখি ডাকবে না
বটের তরু আঁচল দিয়ে রোদের ধমক ঢাকবে না
শাপলা কমল হাসবে না
নৌকা ডিঙ্গি ভাসবে না
পানকৌড়ি আর আসবে না
এ দেশ ভালোবাসবে না।
কারণ তুমি তোমার সবুজ ধূসর করেই চলেছো
পাহাড় নদী খিদের জ্বালায় সাবাড় করেই ফেলেছো
কারণ তুমি নিজেই নিজের গলায় চেপে ধরেছো
কারণ তুমি নিজেই নিজের চলায় দেয়াল গড়েছো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন