অনুসরণকারী

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

ডাহুক পাড়া













ডাহুক পাড়া
মুহম্মদ হেলাল উদ্দীন

সবুজ চুলে রাঙাচূড়া ছায়ায় ঢাকে ঝিল
শাপলা পাতা জল ঢেকে যায় জলতলে কিলবিল
ধনের শিশু ডাহুক পাড়া হাঁস দলে দেয় ঝুপ
ফিঙে উজ্জ্বল গরুর পিঠি রোদ ঝরে টুপটুপ
কলার ভেলা যায় পঁচে যায় বান দিলোনা ডাক
কানের তালা যায় ফেটে যায় ফাটলো বাবুর ঢাক
লালমাটি পথ ফেটে চৌচির চালতা পাতায় ধূল
কলাবতি উঠলো হেসে হাসলো বনের ফুল
মেঘের বুকে রঙ এঁকে যায় শুকনো পাতার ঝোপ
হাঁসের ছানা মেললো ডানা সরব মাটির খোঁপ
জুড়লো সুতয় আজ ছেড়া জাল জল হাসে খলখল
নদীর পারে বান ডেকেছে দুষ্ট ছেলের দল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন